You have reached your daily news limit

Please log in to continue


পেট্রাপোলে আটকে আছে পণ্যবোঝাই ২৩০ ট্রাক

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ, টমেটো ও রুই-কাতলা জাতীয় মাছের আমদানি বেড়েছে। তবে সার্বিকভাবে এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি পণ্যের পরিমাণ কমে গেছে।

বেনাপোল স্থলবন্দর সূত্র জানায়, ১ থেকে ৮ আগস্ট পর্যন্ত এই বন্দর দিয়ে ২৩০ মেট্রিক টন কাঁচা মরিচ, ১ হাজার ৬৫৬ টন টমেটো ও ১ হাজার ২৬ মেট্রিক টন সাদা মাছ আমদানি হয়েছে। প্রতিদিনই এই তিনটি পণ্য আমদানির তালিকায় থাকছে।

এদিকে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত থাকায় যশোরের খুচরা বাজারে এ পণ্যের দামও কিছুটা কমতে শুরু করেছে। শহরের বড় বাজারগুলোতে গতকাল শুক্রবার খুচরায় প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। অথচ ১৫ দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ২০০ টাকার বেশি। বছরের এই সময়ে আবহাওয়ার কারণে দেশে কাঁচা মরিচ ও টমেটোর উৎপাদন কমে যায়। তাতে বাজারে এসব পণ্যের সরবরাহ কমে দামও বাড়তে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন