ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ফেরাউন বুঝতে পারেনি যে নীলনদে ডুবে মারা যাবে। তেমনি হাসিনা সরকারও বুঝতে পারেনি যে পচা শামুকে পা কাটা যাবে। সকল অবিচারের হিসাব দিতে হবে। খুনি হাসিনাসহ সকল হত্যাকারী, বিদেশে অর্থপাচারকারী, দুর্নীতিবাজদের বিচার করতে হবে। পাচার করা অর্থ দেশে ফিরিয়ে এনে বাজেয়াপ্ত করতে হবে।
শুক্রবার (৯ আগস্ট) বিকেলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সৃষ্ট পরিস্থিতিতে করণীয় এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ৯ দফা প্রস্তাবের বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।