ইউটিউবে যুক্ত হচ্ছে জেমিনি চ্যাটবট, ভিডিও তৈরিতে যেসব সুবিধা পাওয়া যাবে
প্রথম আলো
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৪, ২১:০৮
ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য সুখবর। নির্মাতাদের মানসম্মত ভিডিও তৈরিতে সহায়তা করতে গুগলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট ‘জেমিনি’ যুক্ত হচ্ছে ইউটিউবে। এ সুবিধা চালু হলে ভালো মানের ভিডিও তৈরির দিকনির্দেশনা পাওয়ার পাশাপাশি কোন কোন বিষয়ের ভিডিও জনপ্রিয় হবে তা জানা যাবে। শুধু তা–ই নয়, ভিডিওর জন্য যথাযথ টাইটেল ও থাম্বনেইলও নির্বাচন করা যাবে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পরামর্শ নিয়ে সহজেই ইউটিউবের জন্য ভালো মানের ভিডিও তৈরি করা যাবে।
ইউটিউবের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিকভাবে এ সুবিধা খুবই সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। ফলে সুনির্দিষ্ট কয়েকজন নির্মাতা জেমিনি টুল ব্যবহারের সুযোগ পাবেন। তাঁদের মতামতের ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে