![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-08-09%252Fs39385zb%252FCyber-attack.jpg%3Frect%3D42%252C0%252C540%252C360%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
ক্রোম ও সাফারি ব্রাউজারে নিরাপত্তাত্রুটি, স্পাইওয়্যার হামলার শঙ্কা
গুগল ও অ্যাপলের তৈরি ক্রোম ও সাফারি ব্রাউজারের আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা ব্যবস্থাপনায় ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। এ ত্রুটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা চাইলে ব্যবহারকারীদের ফোনে আড়ি পাততে সক্ষম অ্যাপ বা স্পাইওয়্যার প্রবেশ করিয়ে তাদের অনলাইন বা দৈনন্দিন কার্যক্রমে নজরদারি করতে পারে। গত ১৫ বছর ধরে এ ত্রুটি ব্রাউজার দুটিতে থাকায় এরই মধ্যে অসংখ্য মানুষ স্পাইওয়্যার হামলার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়ার পর সমাধানে কাজ শুরু করেছে গুগল ও অ্যাপল।
জানা গেছে, ক্রোম ও সাফারি ব্রাউজারে থাকা ‘০.০.০.০’ নামের ত্রুটিটি মূলত ব্রাউজারের আইপি ঠিকানা ও নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত। ফলে এই ত্রুটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা ব্রাউজারের আইপি নেটওয়ার্কের নিরাপত্তাবলয় ভেঙে ব্যবহারকারীদের ফোনে গোপনে স্পাইওয়্যার প্রবেশ করাতে পারে। ফলে অনেকে জানতেই পারেন না তাঁদের অনলাইন বা অফলাইন কার্যক্রমে নজরদারি করছে সাইবার অপরাধীরা।