You have reached your daily news limit

Please log in to continue


সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানের দখলে থাকা জমির দোকান ভেঙে দেওয়া হয়েছে

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামার গ্রামের বাসিন্দা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার দখলে থাকা ১৫ শতাংশ জমির ওপর নির্মিত দুটি দোকান ভেঙে দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের টিটিসি মোড় এলাকায় খননযন্ত্র দিয়ে দোকান দুটি ভেঙে দেওয়া হয়। যাঁরা দোকান ভেঙে দিয়েছেন, তাঁরা এই জমির প্রকৃত মালিক বলে দাবি করেছেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯৭ সাল থেকে চান্দড়া মৌজার ১৫ শতাংশ জমি কিনে ভোগদখল করে আসছিলেন কামারগ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মিয়া। এই জমির পাশেই আছাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের নামে জমি আছে। এই জমির সুবাদে আব্দুর রাজ্জাক মিয়ার জমি নানাভাবে দখলের চেষ্টা করেন আছাদুজ্জামান মিয়া। পরে আদালতে মামলা হলে সেই মামলায় রায় আসে আব্দুর রাজ্জাক মিয়ার পক্ষে। কিন্তু সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ক্ষমতার অপব্যবহার করে ২০১৭ সালে পুলিশ দিয়ে নানাভাবে হয়রানির মাধ্যমে আব্দুর রাজ্জাক মিয়ার কেনা ১৫ শতাংশ জমি দখল করে দোকান নির্মাণ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন