গণিতের হিসাবে দৌড়, ম্যাকলাফলিন-লেভরোন রেকর্ড ভেঙেই চলেছেন

প্রথম আলো প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৪, ১৬:৩৭

বিশ্ব রেকর্ড গড়ে ৪০০ মিটার হার্ডলস কীভাবে জিততে হয়?


সিডনি ম্যাকলাফলিন–লেভরোন এই প্রশ্নের উত্তরে বলতে পারেন, এ আর এমন কী! দৌড়ের সময় ৪০০ মিটার দূরত্বের মাঝে যে ১০টি হার্ডলস থাকে, সেগুলো টপকে যাওয়াতে মনোযোগ দাও। পা আপনাই ছুটবে।


বিশ্বাস হচ্ছে না? যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট গতকাল রাতে এভাবেই মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে সোনা জিতেছেন। সেটাও নিজেরই গড়া বিশ্ব রেকর্ড ভেঙে। ম্যাকলাফলিন–লেভরোন এখন অলিম্পিকের ৪০০ মিটার হার্ডলসে টানা দুটি সোনাজয়ী প্রথম নারী। এই ইভেন্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও প্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডসের ফেমকে বোলকে পেছনে ফেলে ৫০.৩৭ সেকেন্ডে সোনা জেতেন ‘সুপার সিড’ নামে খ্যাতি পাওয়া ২৫ বছর বয়সী এই সাঁতারু। গত জুনে ইউজেনিতে অলিম্পিক ট্রায়ালে নিজের গড়া ৫০.৬৫ সেকেন্ডের বিশ্ব রেকর্ডও ‘সুপার সিড’ লিখেছেন নতুন করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও