বর্ষায় ভেজা জুতা দীর্ঘক্ষণ পরে থাকা ঝুঁকিপূর্ণ, জেনে নিন কীভাবে শুকনো রাখবেন
বর্ষাকালে ভেজা জুতা দীর্ঘক্ষণ পরে থাকলে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। এতে জীবনের ঝুকিঁও বেড়ে যেতে পারে।
আজ আপনি এমন কিছু স্মার্ট টিপস জানবেন, যা আপনার ভেজা জুতা ৫ মিনিটেই শুকিয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, সারাদিন যদি আপনার পা ভেজা জুতায় থাকে, তাহলে তা শুধু আপনার পায়েরই ক্ষতি করে না; বরং আরও অনেক রোগের কারণ হতে পারে।
জেনে নিন কীভাবে আপনি কয়েক মিনিটের মধ্যে সহজেই আপনার জুতা শুকাতে পারবেন—
আপনার জুতা বৃষ্টিতে ভেজা। এখন আপনি একটি খবরের কাগজ ছিঁড়ে জুতার মধ্যে রাখুন। জুতার মধ্যে যতটা রাখা যায়, সেই পরিমাণেই কাগজ রাখুন। আপনি জুতার মধ্যে খবরের কাগজ রাখার সঙ্গে সঙ্গে ভিজে যাবে, যতক্ষণ না শুকনো কাগজ দেখা যাচ্ছে, ততক্ষণ এই প্রক্রিয়া করতে থাকুন।
এখন জুতার মধ্যে শুকনো খবরের কাগজটি ২ মিনিটের জন্য রেখে দিন। যাতে এটি জুতার জল ঠিকভাবে শোষণ করে ফেলে। এবার জুতাগুলো অফিস ড্রায়ারের নিচে ১ মিনিট রাখুন। আপনার জুতা আগের মতো শুকিয়ে যাবে। এরপর জুতা এসিতে রেখে দিন। কিছুক্ষণ পর দেখবেন শুকিয়ে গেছে।