![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-08-07%252F7iurkjxg%252FBCS%2520Computer%2520city.png%3Frect%3D0%252C0%252C628%252C419%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
সপ্তাহজুড়ে বন্ধ প্রযুক্তিপণ্যের বাজার
প্রথম আলো
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৪, ১০:৪৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে জারি করা কারফিউ এবং সরকার পতনের পর অস্থিতিশীল পরিবেশের কারণে সপ্তাহজুড়ে কঠিন সময় পার করছে প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। গত শনিবার থেকে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার ‘বিসিএস কম্পিউটার সিটি’সহ অন্যান্য বাজার বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে অনিক্স কম্পিউটারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোসলেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তার কারণে শনিবার থেকে বিসিএস কম্পিউটার সিটি বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবারও মার্কেট বন্ধ থাকবে। এক সপ্তাহ ধরেই বেশ চ্যালেঞ্জিং সময় পার করেছেন প্রযুক্তিপণ্যের ব্যবসায়ীরা।’
ঢাকার একাধিক কম্পিউটার বাজার সপ্তাহের বেশির ভাগ সময় বন্ধ থাকায় প্রযুক্তিপণ্য বিক্রি হয়েছে খুবই কম। কম্পিউটারের যন্ত্রাংশের দরদামও আগের মতোই রয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- বাজার দর
- প্রযুক্তিপণ্য