![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-08%252F5368d29e-6df1-4bf9-b822-7c8e12ed63e0%252F%25E0%25A6%2597%25E0%25A6%2597%25E0%25A6%2597.jpg%3Frect%3D126%252C0%252C1080%252C720%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
শেখ হাসিনার পদত্যাগ, রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনের প্রত্যাশা
ছাত্র-জনতার দাবির মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ পরিচালনায় গঠিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। যখনই দেশে এমন সরকার আসে, রাষ্ট্রে বয়ে যাওয়া বদলের হাওয়া লাগে ক্রীড়াঙ্গনেও। অতীতে এ রকম সময়ে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃত্ব থেকে বিদায় নিতে দেখা গেছে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ অথবা সরকার নিয়োগকৃত কর্তাব্যক্তিদের।
রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন এখন সময়ের দাবি। শেখ হাসিনার পদত্যাগের পর সাবেক খেলোয়াড়-সংগঠকদের কণ্ঠে গতকাল এমন সুরই শোনা গেছে। সবারই অভিন্ন কথা, রাজনৈতিক পরিচয়ে কেউ যাতে ফেডারেশনে থাকতে না পারে। সাবেক হকি খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল যেমন সরাসরি বলে দিয়েছেন, ‘রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন চাই। যাঁরা খেলাধুলা ভালোবাসেন, খেলার লোক, এমন ব্যক্তিরাই ফেডারেশনে আসুক। এমন কেউ থাকা ঠিক হবে না, যাঁরা এসে গ্রুপিং করবেন, বিভেদ তৈরি করবেন।’