সংকটের অর্থনীতি আরও চাপে পড়ে গেল

প্রথম আলো প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৪, ১০:২৫

এক বছর আগে থেকে দেশের অর্থনীতির প্রায় সব সূচক খারাপ হতে শুরু করে। মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স বা প্রবাসী আয়, রপ্তানি আয় ও শুল্ক-কর কোনো সূচকেই স্বস্তি নেই। সার্বিক অর্থনীতিই ধীরে ধীরে সংকটের মধ্যে পড়ছিল। তিন সপ্তাহ ধরে চলমান রাজনৈতিক অস্থিরতা, সংঘাত, প্রাণহানি ইত্যাদি সংকট অর্থনীতিকে আরও চাপের মধ্যে ফেলে দিয়েছে। এতে বিনিয়োগ কমতে পারে, থমকে যেতে পারে অর্থনীতির চাকা।


অর্থনীতিবিদেরা মনে করেন, চলমান সহিংসতা বন্ধ না হলে দেশের অর্থনীতি আরও গভীর সংকটের মধ্যে পড়ে যেতে পারে।


বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, নিরাপত্তা ও রাজনীতি ঠিক না হলে দেশের অর্থনীতিও ঠিক হবে না। চলমান পরিস্থিতিতে অর্থনীতি বাঁচাতে রাজনৈতিক সমাধান অত্যাবশ্যক হয়ে পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও