![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/est-1-20240804121434.jpg)
ইস্ট ওয়েস্টের সামনে আন্দোলনকারীদের অবস্থান
শিক্ষার্থীদের ১ দফা দাবি আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে এখানে দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে।
অন্যদিকে, বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থীদেরও বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিতে দেখা যায়।
রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকেই বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা আসতে শুরু করেন। এসময় তারা হত্যাকারীদের বিচার ও সরকারের পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা জানান, তারা শান্তিপূর্ণভাবেই তাদের আন্দোলন করে যাবেন।