ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়নি একটি বাসও
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথমদিন রোববার (৪ আগস্ট) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পার হয়নি একটি বাসও। সেতু কর্তৃপক্ষের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তবে মহাসড়কে চলাচল করছে যতসামান্য পণ্যবাহী ট্রাক, পিকআপ ও তিন চাকার গণপরিবহণ।
রোববার ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা, ঘারিন্দা ও আশেকপুর বাইপাস এলাকায় এ চিত্র দেখা গেছে। এছাড়াও শহরের মার্কেটসহ সকল দোকানপাট বন্ধ রয়েছে।
বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা, ঘারিন্দা ও আশেকপুর বাইপাস এলাকা ঘুরে দেখা গেছে, পণ্যবাহী কিছু ট্রাক ও পিকআপ চলাচল করলেও দেখা যায়নি মাইক্রোবাস বা প্রাইভেটকারের মতো কোনো ব্যক্তিগত পরিবহন। এরপরও দেখা গেছে মহাসড়কে অপেক্ষমান যাত্রী। তিন চাকার কিছু গণপরিবহণ চলাচল করলেও নেই দূরপাল্লার কোনো বাস। এর ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন অপেক্ষমান যাত্রীরা।