You have reached your daily news limit

Please log in to continue


স্বাধীনতা থেকে অল্প একটু দূরে দাঁড়িয়ে আমরা : ফারুকী

দেশে চলমান আন্দোলন ও ছাত্রদের দাবি নিয়ে সেই শুরু থেকেই সরব ছিলেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন পোস্টে  শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সংহতি জানিয়েছেন তিনি।  

তারই ধারাবাহিকতায় এবার আন্দোলন নিয়ে রোববার সকালে সামাজিক মাধ্যমে কথা বললেন ফারুকী। সেখানে তিনি রাজপথে নামা শিক্ষার্থী তথা তরুণ সমাজকে প্রশংসা করলেন, জাগালেন উৎসাহ। নির্মাতা বলতে চাইলেন, খুব শিঘ্রই একটি স্বাধীনতা পেতে যাচ্ছে দেশের মানুষ।

ফারুকী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আজ জুলাই ৩৫। স্বাধীনতা থেকে অল্প একটু দূরে দাঁড়িয়ে আমরা। জোর কদম আগে বাড়ি চলো, একসাথে। তারপর থাকবে রাষ্ট্র সংস্কারের লম্বা কাজ, প্রতিষ্ঠান সংস্কারের লম্বা কাজ, যাতে আর কোনদিন আমাদেরকে এইরকম বন্দিদশায় পড়তে না হয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন