You have reached your daily news limit

Please log in to continue


ইতিহাসের পাতায় লাতিনিনার পাশে লেডেকি

দুর্দান্ত প্রাপ্তির হাতছানিতে সুইমিংপুলের নীল জলে নেমে, ৮০০ মিটার ফ্রিস্টাইলে ঝড় তুললেন কেটি লেডেকি। প্যারিস অলিম্পিকসে আরেকটি স্বর্ণপদকে আঁকলেন চুমো। তাতে তিনি হয়ে গেলেন ইতিহাসের অংশও।

নারী-পুরুষ মিলিয়ে সব প্রতিযোগিতার হিসেবে অলিম্পিকসে সবচেয়ে বেশি পদকজয়ী লেডেকির স্বদেশি মাইকেল ফেলপস; ২৮টি। নারী অ্যাথলেট হিসেবে সবচেয়ে বেশি পদক সৌভিয়েত ইউনিয়নের (বর্তমানে রাশিয়া) লারিসা লাতিনিনার (১৮টি)।

এই লাতিনিনার একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন লেডেকি। শনিবার ৮ মিনিট ১১ দশমিক ০৪ সেকেন্ড সময় নিয়ে ৮০০ মিটার ফ্রিস্টাইলে সেরা হওয়ার সুবাদে এখন অলিম্পিকসের ৯টি সোনা জেতা হয়ে গেল তারও। অলিম্পিকসের ইতিহাসে এতদিন সবোর্চ্চ ৯টি সোনা জয়ের গল্প কেবল লেখা ছিল লাতিনিনার; সে পাতায় এবার নাম উঠল লেডেকিরও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন