উত্তাল আন্দোলন, রাজধানীর বিপণিবিতান ও মার্কেটগুলোতে ক্রেতা নেই
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন বিপণিবিতান ও বিক্রয়কেন্দ্রের বেচাকেনায় ভাটা পড়েছে। বিক্রেতারা বলছেন, ক্রেতারা এখনো বিপর্যস্ত ও আতঙ্কের মধ্যে রয়েছেন। এ ছাড়া কারফিউ পরিস্থিতির মধ্যে সন্ধ্যার পর দোকান খোলা রাখা যাচ্ছে না। এ কারণেও বেচাকেনা একপ্রকার তলানিতে গিয়ে ঠেকেছে।
ব্যবসায়ীরা জানান, চলমান পরিস্থিতিতে গত দুই দিনে (শুক্র ও শনিবার) তাঁদের বেচাকেনা একেবারেই কম হয়েছে। বিশেষ করে শুক্রবার দুপুরের পর বেশ কয়েক ঘণ্টা রাজধানীর কয়েকটি এলাকায় বিপণিবিতান ও বিক্রয়কেন্দ্র বন্ধ ছিল।
রাজধানীর এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি ও নিউমার্কেট এলাকায় শতাধিক বিপণিবিতান বা মার্কেট রয়েছে। সেখানে সাধারণত শুক্র ও শনিবারই সবচেয়ে বেশি বেচাকেনা হয়। তবে এ সপ্তাহ ছিল ব্যতিক্রম। ওই এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সড়ক অবরোধ ছিল। ফলে এ সময় ওই এলাকার বেশির ভাগ দোকানপাটে বেচাকেনা কার্যত বন্ধ ছিল। আর গতকাল শনিবার দোকান খোলা থাকলেও গ্রাহক উপস্থিতি একেবারেই কম ছিল।