সেন্ট লুসিয়ার আলফ্রেড বিশ্বের দ্রুততম মানবী

ডেইলি স্টার প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৪, ০৯:৩৫

শেলি অ্যান ফ্রেজার প্রাইস সেমিফাইনালে আগে সরে যাওয়ার পর ফেভারিট ছিলেন শাকারি রিচার্ডসন। তবে তাকে ছাপিয়ে অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতে নিয়েছেন সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড। তিনিই এখন বিশ্বের নতুন দ্রুততম মানবী।


শনিবার রাতে স্তাতে দে ফ্রান্সের ট্র্যাকে মেয়েদের অ্যাথলিটক্স ইভেন্টের সবচেয়ে আকর্ষণীয় খেলায় বাজিমাত করেন আলফ্রেন্ড।


এদিন ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে কিছুটা দেরিতে শুরু হয়। দৌড় শুরু হতেই এগিয়ে যান জুলিয়ান। একবারও আর পেছনে যেতে হয়নি তাকে। প্রবল চেষ্টা চালিয়ে শাকারি থাকেন দ্বিতীয় অবস্থানে। ১০.৭২ সেকেন্ড সময় নিয়ে সেন্ট লুসিয়ার জাতীয় রেকর্ডও করেন তিনি। অলিম্পিকে এটি এবার দেশটির প্রথম পদক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও