পোশাক খাতের ৪৭ তরুণ উদ্যোক্তার শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে সমর্থন
প্রথম আলো
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৪, ২০:১৬
তৈরি পোশাকশিল্পের ৪৭ তরুণ উদ্যোক্তা ‘বাংলাদেশের জনগণের’ ৯ দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্য হিসেবে আমরা নীরবে দাঁড়িয়ে থেকে এটা দেখতে পারি না যে নিরপরাধ জীবনের ক্ষতি হচ্ছে ও মানুষের দাবি শোনা হচ্ছে না।’
বিবৃতিতে তরুণ উদ্যোক্তারা বলেন, ‘আমরা দেশের সব নাগরিকের জন্য উদ্বেগ প্রকাশ করছি। একটি স্বাধীন জাতির গর্বিত সদস্য হিসেবে আমরা মনে করি যে সবারই নিজস্ব অধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারা উচিত। যাঁরা সাম্প্রতিক ঘটনাবলির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা দেখতে চাই, সঠিক তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনা হয়েছে।’