‘জামায়াত একটি আদর্শ, যা রাষ্ট্র-সমাজের জন্য ক্ষতিকর’
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৪, ১১:০৩
‘দেরিতে হলেও সরকার আমাদের দাবি অনুধাবন করেছে ও আমলে নিয়েছে, স্বাগত জানাই। তবে পরবর্তী পরিস্থিতি সামাল দিতে জাতীয় ঐক্য গড়ে তুলে রাজনৈতিক সংগ্রাম অব্যাহত রাখতে হবে। পাশাপাশি ধাপে ধাপে অন্য ধর্মভিত্তিক দল ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করা বাঞ্ছনীয়।’
কথাগুলো বলছিলেন ইতিহাসের অধ্যাপক, গবেষক মুনতাসীর মামুন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এই প্রতিষ্ঠাতা সদস্য দীর্ঘদিন ধরে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি করে আসছেন।