জামায়াত-শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাল ছাত্রসংগ্রাম পরিষদ
প্রথম আলো
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ২০:৩৬
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে সরকারের জারি করা প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়েছে ছাত্রলীগ নেতৃত্বাধীন জোট ছাত্রসংগ্রাম পরিষদ। আজ বৃহস্পতিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে জোটভুক্ত পাঁচটি ছাত্রসংগঠনের নেতাদের সভা শেষে এক যৌথ বিবৃতিতে জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সভায় বাংলাদেশ ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্র ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন। সভায় এক যৌথ বিবৃতিতে যুদ্ধাপরাধী ও গণহত্যাকারীদের দল, সন্ত্রাসবাদী জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন জারি করায় স্বাগত জানিয়েছেন ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা।
- ট্যাগ:
- রাজনীতি
- নিষিদ্ধ
- সিদ্ধান্ত
- জামায়াত-শিবির