ফ্রান্সে নিভৃতযাপনে বাংলাদেশের এক অলিম্পিয়ান

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ১৬:৪৭

ফ্রান্সে চলছে বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ প্রতিযোগিতা অলিম্পিক গেমস। সেই ফ্রান্সেই রয়েছেন বাংলাদেশের সাবেক এক অলিম্পিয়ান। ২০২০ টোকিও অলিম্পিকে খেলা সাঁতারু আরিফুল ইসলাম ফ্রান্সে নিভৃতে জীবনযাপন করছেন গত কয়েক বছর।


২২ বছর বয়সে অলিম্পিক খেলা সাঁতারু আরিফের বয়স এখন ২৫ বছর। অথচ ৩০ বছর পর্যন্ত সাঁতারুরা টপ ফর্মে থাকেন। সেখানে বাংলাদেশের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করা সাঁতারু ২৫ বছর বয়সেই দাড়ি টেনেছেন।


গত অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আরিফ। এবার অলিম্পিক আয়োজকের দেশেই বসবাস। দুই অলিম্পিকে দুই ঘটনার মুখোমুখি সাঁতারু আরিফুল, ‘এখানে ফরাসি ও অন্য দেশের অনেকেই জানে আমি টোকিও অলিম্পিক খেলেছি। তারাও অনেক জিজ্ঞেস করছে, ‘‘প্যারিস অলিম্পিক হচ্ছে আমার কেমন লাগছে?’’ আসলে আমার তেমন কোনো অনুভূতি বা প্রতিক্রিয়া নেই। প্যারিস থেকে কয়েক’শ কিলোমিটার দূরের শহরের থাকি। অলিম্পিকের খোঁজ-খবর সেভাবে রাখা হচ্ছে না।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও