চলো ভুলে যাই: কোটা সংস্কার আন্দোলন নিয়ে পারশার গানটি ‘ভাইরাল’
প্রথম আলো
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ১৪:১৯
হাতে ইউকুলেলে; কণ্ঠে গান। আর কোনো আড়ম্বর নেই। শ্রোতাদের হৃদয়ে বিষাদ চাগাড় দিয়ে উঠেছে। গানের কথায় দ্রোহও খুঁজে ফিরছেন অনেকে। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে পারশা মাহজাবীনের ‘চলো ভুলে যাই’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রকাশের চার দিনের মধ্যে ফেসবুকে ৫০ লাখের বেশিবার গানের ভিডিওটি দেখেছেন দর্শকেরা। ৮ থেকে ৮০—প্রজন্মের ব্যবধান ভুলে পারশাকে শুনছেন শ্রোতারা।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী গানটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘এটা একদম আলাদা প্রজন্ম। এই প্রজন্মের ক্রমবিকাশ দেখে আমরা গর্বিত। ভালোবাসা ও কুর্ণিশ জানাই।’
নুসরাত ইমরোজ তিশা, মারিয়া নূরসহ অনেকেই গানটি শেয়ার করে পারশার প্রতি ভালোবাসা জানিয়েছেন।