টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার রিপোর্ট প্রস্তুত, যা জানা গেল
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের। তবে আফগানিস্তানের বিপক্ষে শেষ চারের সমীকরণ মেলানোর ম্যাচে বৃষ্টি আইনে ৮ রানে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় নাজমুল হোসেন শান্তদের। গ্রুপপর্বে চার ম্যাচের তিনটিতে জেতার পর সুপার এইটে কোনো জয় পায়নি টিম টাইগার্স। ক্রিকেটারদের মানসিকতায় সেমির সমীকরণ মেলানোর চেষ্টা ছিল না বলেও অভিযোগ উঠেছে।
বিশ্বকাপ শেষে অনেক আগেই দেশে ফিরেছেন ক্রিকেটাররা। এরই মধ্যে বিদেশি লিগেও ব্যস্ত সময় পার করছেন কয়েকজন ক্রিকেটার। তবে বিশ্বকাপ ব্যর্থতার কথা সহজেই ভুলতে পারেনি ক্রিকেট ভক্তরা। এবার জানা গেল, বাংলাদেশে দলের পারফরম্যান্স রিপোর্ট হাতে পেয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
একইসঙ্গে রিপোর্টের কপি পেয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। গতকাল সেই রিপোর্ট সম্পর্কে জালাল ইউনুস চৌধুরী বলেন,‘যেহেতু কনফিডেনশিয়াল রিপোর্ট। সভাপতির কাছে দেওয়া হয়েছে। একটা কপি আমিও পেয়েছি। আমাদের মধ্যে আলাপ আলোচনা করা দরকার। আলাপ করার পর আপনাদের বলতে পারব। এখানে একেক জনের একেক রকম মন্তব্য আছে। কোচের একরকম, ম্যানেজারের একরকম। সেজন্য না বসে, আলাপ আলোচনা না করে আপনাদের বলা ঠিক হবে না।’