দুঃসহ অতীতকে পেছনে ফেলে বাইলসের সোনালি হাসি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪, ১৩:৫১
সিমোন বাইলসের পারফরম্যান্সেই ছিল আগের আসরের দুঃস্বপ্নকে মাটিচাপা দেওয়ার প্রত্যয়। তার হাসি, তার উচ্ছ্বাস, উদযাপন আর প্রতিক্রিয়ায় মিশে থাকল উপভোগের প্রতিচ্ছবি। সতীর্থ ও প্রিয় বন্ধু জর্ডান চাইলসের সঙ্গে সাইডলাইনে নাচতে শুরু করলেন এক পর্যায়ে। সব কিছুতেই ফুটে উঠল, সর্বকালের সেরা জিমন্যাস্টদের একজন আবার উদ্ভাসিত আপন আলোয়।
টোকিওর যন্ত্রণাময় অধ্যায় পেছনে ফেলার শুরুটা দারুণ করলেন বাইলস। প্যারিস অলিম্পিকসের দলগত জিমন্যাস্টিকসের ফাইনালে তার ও সতীর্থদের দুর্দান্ত পারফরম্যান্সে সোনা জিতল যুক্তরাষ্ট্র।
রুপাজয়ী ইতালি প্রায় ছয় পয়েন্ট পেছনে ছিল আমেরিকানদের থেকে। ব্রোঞ্জ জয় করে ব্রাজিল। প্রাপ্তিটা তাদেরও কম নয়। সেই ১৯২৮ আসরের পর দলগত কোনো পদক পেল ইতালি। ব্রাজিল তো দলগত পদক পেল প্রথমবার।
- ট্যাগ:
- খেলা
- অলিম্পিক গেমস
- সিমোন বাইলস