সমন্বয়কদের মুক্তি ও গুলি ছোড়া বন্ধে রিট: বিচারপতি অসুস্থ থাকায় আজ হচ্ছে না শুনানি
ডেইলি স্টার
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪, ১৩:৪৭
কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কারীর মুক্তি ও গুলি ছোড়া বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি আজ বুধবার হচ্ছে না।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হওয়ার কথা ছিল।
আদালত সূত্র জানায়, বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে থাকায় আজ আদালতে আসেননি। আগামীকাল বিচারপতি আদালতে এলে বেঞ্চ শুনানি করে এই বিষয়ে আদেশ দিতে পারে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর লাইভ গুলি না চালাতে নির্দেশনা চেয়ে সোমবার রিট আবেদন করেন আইনজীবী মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা।