যে কারণে ১৪০ কোটি ডলার জরিমানা দেবে মেটা

www.ajkerpatrika.com প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪, ১১:৪৪

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের করা মামলার নিষ্পত্তিতে ১ দশমিক ৪ বিলিয়ন বা ১৪০ কোটি ডলার জরিমানা দেবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। বাংলাদেশি টাকায় এই জরিমানার পরিমাণ প্রায় ১৬ হাজার ৪৫৫ কোটি টাকা। এই মামলার অভিযোগে বলা হয়, কোম্পানিটি বেআইনিভাবে ‘ফেসিয়াল রিকগনিশন’ প্রযুক্তি ব্যবহার করে লাখ লাখ টেক্সাসবাসীদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করেছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 


মামলাটি নিষ্পত্তির শর্তাবলি গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে। টেক্সাসের আইনজীবীদের মতে, যুক্তরাষ্ট্রের কোনো একক রাজ্যের দায়ের করা মামলায় এটিই সবচেয়ে বড় অঙ্কের নিষ্পত্তি। 


২০২২ সালে মামলাটি দায়ের করা হয়। টেক্সাসের ২০০৯ বায়োমেট্রিক প্রাইভেসি আইনের অধীনে করা এটাই প্রথম কোনো বড় মামলা। এই আইনে সর্বোচ্চ ২৫ হাজার ডলার জরিমানা দেওয়ার বিধান রয়েছে। 


 মামলার অভিযোগে বলা হয়, ফেসবুকের ‘ট্যাগ সাজেশন’ নামের ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের আপলোড করা ছবি ও ভিডিও থেকে ‘কোটো কোটি’ বার বায়োমেট্রিক তথ্য চুরি করেছে প্ল্যাটফরমটি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও