অপরূপ গাজনার বিল

যুগান্তর প্রকাশিত: ৩০ জুলাই ২০২৪, ২০:৩৪

নদ-নদী বিধৌত বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা হলো পাবনা জেলা। এ জেলার সঙ্গেই সংযোগ রয়েছে (পাবনা-নাটোর) দেশের সবচেয়ে বড় বিল চলনবিল। তবে এককভাবে আরেকটি বিল রয়েছে যা রীতিমতো দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করছে। বিলটির নাম গাজনার বিল। 



সৌন্দর্যপিপাসু মানুষের মনের খোরাকও ভালোভাবেই জোগান দিচ্ছে গাজনার বিল। এ বিলটি পাবনা জেলার সুজানগর উপজেলায় অবস্থিত। সুজানগর উপজেলার প্রায় ১০টি ইউনিয়নজুড়েই এ বিল অবস্থিত। বর্ষার মৌসুমে এ গাজনার বিলটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়। পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি বিল হলো বিল গাজনা বা গাজনার বিল। এখন ভরা শ্রাবণ মাস চলছে। গাজনার বিলেও পানি আসতে শুরু করেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও