অপরূপ গাজনার বিল
যুগান্তর
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৪, ২০:৩৪
নদ-নদী বিধৌত বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা হলো পাবনা জেলা। এ জেলার সঙ্গেই সংযোগ রয়েছে (পাবনা-নাটোর) দেশের সবচেয়ে বড় বিল চলনবিল। তবে এককভাবে আরেকটি বিল রয়েছে যা রীতিমতো দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করছে। বিলটির নাম গাজনার বিল।
সৌন্দর্যপিপাসু মানুষের মনের খোরাকও ভালোভাবেই জোগান দিচ্ছে গাজনার বিল। এ বিলটি পাবনা জেলার সুজানগর উপজেলায় অবস্থিত। সুজানগর উপজেলার প্রায় ১০টি ইউনিয়নজুড়েই এ বিল অবস্থিত। বর্ষার মৌসুমে এ গাজনার বিলটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়। পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি বিল হলো বিল গাজনা বা গাজনার বিল। এখন ভরা শ্রাবণ মাস চলছে। গাজনার বিলেও পানি আসতে শুরু করেছে।