চরকিতে উড়ছে আন্দোলন, টালিগঞ্জে এখনো অচলাবস্থা
বাংলা অভিধান ঘেঁটে চরকির বেশ কিছু অর্থ পাওয়া যায়। যার একটি হলো- সুতা জড়াবার নাটাই। সেই নাটাইয়ের অস্থির সূতোয় বাঁধা পড়ে উড়ছে কলকাতার শোবিজের দ্বন্দ্ব ও আন্দোলন। তৈরি হয়েছে একটা অচলাবস্থ। যার সূত্রপাত বাংলাদেশের একটি ওটিটি প্লাটফর্মে কলকাতার পরিচালক রাহুল মুখার্জির কাজ করা দিয়ে। সম্প্রতি ঢাকায় এসে সেই কাজটি করেছিলেন তিনি। যেখানে জুটি হয়ে আসবেন আরিফিন শুভ ও সোহিনী সরকার।
রাহুল নাকি গোপনে বাংলাদেশে এসে কাজ করে গেছেন। সেই অভিযোগ এনে তাকে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল ওপার বাংলার চলচ্চিত্র ও টিভির পরিচালকদের সংগঠন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া (ডিএইআই) এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। পরে পরিচালকদের দাবির প্রেক্ষিতে গত ২৬ জুলাই এক বিবৃতির মাধ্যমে ডিএইআই রাহুলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত জানায়।