You have reached your daily news limit

Please log in to continue


উত্তেজনার নতুন কেন্দ্র গোলান মালভূমি কী, কার নিয়ন্ত্রণে

ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির দ্রুজ ভাষাভাষী সংখ্যাগরিষ্ঠ মাজদাল শামস শহরে রকেট হামলায় অন্তত ১২ জন নিহত হওয়ার ঘটনায় দেশটির সঙ্গে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছে বেশ কয়েকটি শিশু। হামলায় আহত হয়েছেন ৩০ জন।

শনিবার ওই শহরের এক ফুটবল মাঠে এ হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। যদিও সশস্ত্র সংগঠনটি এ অভিযোগ নাকচ করে দিয়েছে। ওই ঘটনার পর লেবাননে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইতিমধ্যে, দুই দেশের মধ্যে পুরোদমে যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কায় সংযম প্রদর্শনের জন্য উভয়পক্ষের প্রতি ক্রমেই বেশি আহ্বান জানিয়ে আসছে আন্তর্জাতিক মহল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন