You have reached your daily news limit

Please log in to continue


ভবিষ্যতে সংঘাত ঠেকাতে শক্তি বাড়ানোর পরিকল্পনা করছে ডিএমপি

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীজুড়ে ছড়িয়ে পড়া সংঘর্ষ ও সংঘাতে পুলিশ কতগুলো সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও গুলি ব্যবহার করেছে, তার হিসাব প্রস্তুত করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভবিষ্যতে এ ধরনের সহিংস পরিস্থিতির সৃষ্টি হলে তা মোকাবিলায় আরও জনবল, রসদ ও সরঞ্জাম (লজিস্টিকস) যুক্ত করে শক্তি বাড়ানোর পরিকল্পনা করছে।

ডিএমপি সূত্র জানায়, পুলিশ বাহিনীর সবচেয়ে বড় ইউনিট ডিএমপিতে এখন ৩০ হাজার ২০০ পুলিশ সদস্য আছেন। এর মধ্যে অর্ধেক পুলিশ সদস্য মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেন। পুলিশ কর্মকর্তারা মনে করছেন, এবারের কোটা সংস্কার আন্দোলনের মতো ভবিষ্যতেও এ ধরনের আন্দোলন হতে পারে। তাই এখন থেকেই পুরো পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন