You have reached your daily news limit

Please log in to continue


সম্পদ মূল্যবান কিন্তু জীবন অমূল্য

বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের জুলাই একটি অভিশপ্ত মাস হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আন্দোলন, বিক্ষোভ, হত্যা, নির্মমতা, নৃশংসতা, নাশকতা, ধ্বংসযজ্ঞ, গুজব- একসাথে সবকিছুর এক নিষ্ঠুর প্রদর্শনী দেখেছে বাংলাদেশে। ১৬ থেকে ২০ জুলাই এই পাঁচদিন বাংলাদেশ ছিল সংঘাতময়। বিশেষ করে ১৮ ও ১৯ জুলাই সবকিছু ছিল অন্ধকারে; বাংলাদেশ ছিল অরক্ষিত, অসহায়, নিরাপত্তহীন। কেউ পুরোপুরি জানতো না দেশে আসলে কী হচ্ছে।

এই সময়টা আসলেই বাংলাদেশের ইতিহাসে একটা অন্ধকার সময়। শেষ পর্যন্ত সরকার বাধ্য হয়ে কারফিউ জারি ও সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি ছাত্রদের বিরুদ্ধে সেনা মোতায়েন করতে চাননি। তাই শিক্ষার্থীরা আন্দোলনের মাঠ ছেড়ে ঘরে ফেরার পরই সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। সেনা মোতায়েনের পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন