ভুল করে ফিশিং লিংকে ক্লিক করলে যা করতে হবে

প্রথম আলো প্রকাশিত: ২৮ জুলাই ২০২৪, ১৩:৩১

সাইবার অপরাধীরা তথ্য চুরি ও অর্থ হাতিয়ে নিতে ‘ফিশিং’ হামলা চালিয়ে থাকে। এ জন্য ক্ষতিকর ওয়েব ঠিকানা বা লিংকযুক্ত বার্তা পাঠানো হয় এবং প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট লিংকে ক্লিক করতে প্রলুব্ধ করা হয়। লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীদের যন্ত্রে ম্যালওয়্যার প্রবেশ করে। ক্ষতিকর ম্যালওয়্যারটি গোপনে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান বা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের নাম, পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে থাকে। ফলে অনেকেই প্রতারিত হন। ভুলবশত অনেকেই এমন ফিশিং লিংকে ক্লিক করে থাকেন। এমন পরিস্থিতিতে নিরাপদ থাকতে যা করতে হবে জেনে নেওয়া যাক।


তথ্য দেওয়া থেকে বিরত থাকা


অনেক সময় ভুলবশত অনেকেই ফিশিং লিংকে ক্লিক করে থাকেন। সাধারণত সংক্ষিপ্ত ও দীর্ঘ লিংকে ক্লিক করার পর ও অ্যাড্রেসবারে আইপি ঠিকানা দেখে অনেকে নিশ্চিত হন যে তিনি ফিশিং লিংকে ক্লিক করছেন কি না। সাধারণত এসব ফিশিং লিংকে ক্লিক করার পর ব্যবহারকারীর কাছে বিভিন্ন তথ্য চাওয়া হয়। তাই সন্দেহজনক লিংকে ক্লিক করলে ব্যক্তিগত বা আর্থিক যেকোনো তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। কুকিজ গ্রহণ (অ্যাকসেপ্ট) করা যাবে না এবং স্বয়ংক্রিয়ভাবে কোনো কিছু ডাউনলোডের অনুমতি দেওয়া যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও