অলিম্পিকসে দক্ষিণ কোরিয়া দলকে উত্তর কোরিয়া ঘোষণা করায় তোলপাড়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ জুলাই ২০২৪, ১৩:৫৫

সেন নদীতে একের পর এক নৌযানে করে আবির্ভুত হচ্ছিল বিভিন্ন দলের বহর। দক্ষিণ কোরিয়ার নৌযান দৃশ্যমান হতেই ঘোষক গলা উঁচিয়ে পরিচয় করিয়ে দিলেন, ‘ডেমোক্রেটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়া।’ শুনে চমকে গেলেন অনেকেই। এটি যে উত্তর কোরিয়ার সরকারী নাম!


প্যারিস অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার এমন ভুল করে বসেন ঘোষক। ফরাসি ও ইংলিশ, দুই ভাষাতেই দক্ষিণ কোরিয়া দলকে পরিচয় করিয়ে দেওয়া হয় উত্তর কোরিয়ার নামে। উত্তর কোরিয়া দলের ক্ষেত্রেও একই নাম ব্যবহার করেন ঘোষক। দক্ষিণ কোরিয়ার সরকারী নাম ‘দা রিপাবলিক অব কোরিয়া।’


দুই দেশের বৈরি সম্পর্কের কথা গোটা বিশ্বের জানা। অলিম্পিকসের মতো আসরে এমন ভুল অগ্রহণযোগ্যও বটে। ঘটনার পরপরই আয়োজকদের কাছে ব্যাপারটি তুলে ধরে দক্ষিণ কোরিয়ার কর্তুপক্ষ। পরে তারা এটি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে খেদ প্রকাশ করে এবং আয়োজকদের কাছে নিশ্চয়তা দাবি করে যে, এমন ভুলের পুনরাবৃত্তি হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও