পিসিবিকে ‘সার্কাস’ বললেন দেশটির সাবেক পেসার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৩
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে চরম হতাশাজনক ফলাফলের পর পাকিস্তানের পরের অভিযান ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ। লাল বলে মনোযোগ দেওয়ার বদলে এখন ঘরোয়া ওয়ানডে কাপ খেলবে তারা। টেস্ট সিরিজের আগে সাদা বলের টুর্নামেন্ট আয়োজনের কারণ বুঝতে পারছেন না ইয়াসির আরাফাত। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ধুয়ে দিয়েছেন তিনি। পিসিবির কর্মকাণ্ড সার্কাসের মতো মনে হচ্ছে সাবেক পেসারের।
ফয়সালাবাদে আগামী বৃহস্পতিবার শুরু হবে ৫ দলের অংশগ্রহণে চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপ। আগামী ২৯ সেপ্টেম্বর শেষ হতে যাওয়া টুর্নামেন্টে খেলবে পিসিবির কেন্দ্রীয় চুক্তিবদ্ধ সব ক্রিকেটার। এরপর আগামী ৭ অক্টোবর থেকে টেস্ট সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হবে জাতীয় দল।