নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট ‘চ্যাটজিপিটি’তে ‘সার্চজিপিটি’ নামের এআই সার্চ সুবিধা যুক্ত করতে যাচ্ছে ওপেনএআই। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের জন্য ‘সার্চজিপিটি’র আদিরূপ বা প্রোটোটাইপ পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এআই টুলটির মাধ্যমে গুগলের পরিবর্তে চ্যাটজিপিটি থেকেই অনলাইনে সব ধরনের হালনাগাদ তথ্য খুঁজে পাওয়া যাবে।
‘সার্চজিপিটি’ এআই টুলটি চ্যাটজিপিটি ব্যবহারকারীদের সর্বশেষ তথ্যনির্ভর সার্চ ফলাফলের পাশাপাশি এআই দিয়ে তৈরি কনটেন্ট ও সহায়ক লিংকও প্রদর্শন করবে। শুধু তা-ই নয়, সার্চ ফলাফলের উল্লেখযোগ্য তথ্য সংক্ষেপে জানারও সুযোগ করে দেবে। ফলে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন তথ্য জানতে পারবেন।
You have reached your daily news limit
Please log in to continue
গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ‘সার্চজিপিটি’ আনছে ওপেনএআই
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন