চট্টগ্রামে ৮ অস্ত্রধারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই পুলিশের
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪, ১৮:০৯
চট্টগ্রামে কোটা আন্দোলনে সংঘর্ষের ঘটনায় ২৭ মামলায় ৩০ হাজারের বেশি মানুষকে আসামি করা হয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ১ হাজার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আন্দোলনে পুলিশের সামনে অস্ত্র ব্যবহার করা আট অস্ত্রধারীর কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি এক শ্রমিক ও পাঁচ ছাত্র হত্যার ঘটনায় কোনো মামলাও করেনি পুলিশ।
১৬ জুলাই চট্টগ্রাম নগরের মুরাদপুর ও ১৮ জুলাই নগরের বহদ্দারহাটে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রাম নগরে পৃথক সহিংসতায় তাৎক্ষণিক পাঁচজন, পরে একজনসহ ছয়জন নিহত হন। এসব ঘটনায় আহত হয় দুই শতাধিক মানুষ। যাদের মধ্যে ৮০ ভাগই গুলিবিদ্ধ।