রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও প্রাণহানির ঘটনায় দোষীদের বিচারের দাবি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪, ১৬:২৬

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও প্রাণহানির ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।


শুক্রবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে সমিতির সভাপতির ড. কাজী খলীকুজ্জমান আহমদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এ দাবি জানান।


বিবৃতিতে তারা বলেন, দেশে সাধারণ শিক্ষার্থীদের সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে আন্দোলন চলাকালে স্বার্থান্বেষীদের দ্বারা রাষ্ট্রীয় সম্পদে ধ্বংসলীলা চালানো হয়। এই আন্দোলন ও ধ্বংসলীলা চলাকালে অনেক মর্মান্তিক প্রাণহানি ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানায় বাংলাদেশ অর্থনীতি সমিতি। এমন পরিস্থিতিতে দেশের মানুষ ভীত হয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও