‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকের শুরু আজ

প্রথম আলো প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪, ১৫:৫৯

এই মর্ত্যধামে খেলার সবচেয়ে বড় উৎসব—এ নিয়ে কোনো তর্ক নেই। শুধু খেলাতেই আটকে থাকা কেন, সবকিছু মিলিয়েই কি এমন আর কিছু দেখে এই পৃথিবী! বিশ্বের সব দেশের অংশগ্রহণে বিশ্বমানবের এমন মিলনমেলা? ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ কথাটা তো এমনি বলা হয় না। যা বললেই সবাই বুঝে ফেলেন, অলিম্পিক গেমসের কথা হচ্ছে। অথচ খেয়াল করে দেখুন, ‘খেলা’ বা খেলা বোঝায়, এমন কিছুই এখানে নেই।


‘গ্রেটেস্ট শো’ কেন? কিছু সংখ্যা থেকেই পেয়ে যাবেন এই প্রশ্নের উত্তর। আজ শুরু প্যারিস অলিম্পিকে উড়বে ২০৬টি দেশের পতাকা। ৩২টি খেলার ৩২৯টি ইভেন্টে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবেন ১০ হাজার ৫০০ জন অ্যাথলেট। সাংবাদিকের সংখ্যা হয়তো ছাড়িয়ে যাবে এটিকেও। আর দর্শক তো থাকবে লাখ লাখ। সব মিলিয়ে অলিম্পিক সত্যিকার এক ক্রীড়া মহোৎসব। পদকের লড়াই ছাপিয়ে আসলে যা খেলার চিরন্তন চেতনার উদ্‌যাপন। বিশ্বভ্রাতৃত্বেরও। মানুষে মানুষে সংযোগ স্থাপনের এক মঞ্চও কি নয়! গ্রিসের প্রাচীন অলিম্পিককে আধুনিক যুগে ফিরিয়ে আনার স্বপ্নদ্রষ্টা পিয়েরে দ্য কুবার্তোর চিন্তাটা তো এমনই ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও