You have reached your daily news limit

Please log in to continue


পুলিশ সদস্যরা আহত বেশি মাথায় আঘাতে

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়েছে। খবর শুনে ঢাকার উত্তরা পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন মোটরসাইকেল নিয়ে ছুটে যান উত্তরা হাউস বিল্ডিং এলাকায়। একদল লোক তাঁকে ধাওয়া দিলে তিনি মোটরসাইকেল নিয়ে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালের দিকে যান। হাসপাতালের কাছে আসতেই মহিউদ্দিনকে ঘিরে ধরে মারধর শুরু হয়।

দৌড়ে পালিয়ে এসে স্থানীয় একটি বিদ্যালয়ের রান্নাঘরে ঢুকে দরজা আটকে দেন। সেটির দরজা ভেঙে ঢুকে আবার মারধর করা হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়েন মহিউদ্দিন। তখন বিক্ষোভকারীদের কয়েকজন অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে হাসপাতালে পাঠান। অ্যাম্বুলেন্সটি কুয়েত মৈত্রী হাসপাতালের সামনে আসতেই পুলিশ পরিচয় জেনে আবার হামলা চালানো হয়। সেখান থেকে দৌড়ে হাসপাতালের ভেতরে গিয়ে আশ্রয় নেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন