ডাকাতের কবলে আর্জেন্টাইন তারকা, অর্ধকোটির বেশি ক্ষতি
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪, ২০:৪১
প্যারিসে চলমান অলিম্পিক গেমসের ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার শুরুটা হয়েছে শোচনীয়। নাটকীয় এক ম্যাচে তারা মরক্কোর কাছে ২-১ গোলে হেরেছে। যেখানে আলবিসেলেস্তেদের একটি গোল বাতিল নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। তার আগে মাঠের বাইরেও একটি বাজে পরিস্থিতিতে পড়েছেন বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য থিয়েগো আলমাদা। ডাকাতির কবলে পড়েছেন তিনি, যেখানে প্রায় ৬৪ লাখ টাকার সম্পদ হারিয়েছেন বলে জানা গেছে।
মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝেড়েছেন আর্জেন্টিনার অলিম্পিক (অনূর্ধ্ব-২৩) দলের হাভিয়ের মাশ্চেরানো। এ সময় তিনি আলমাদার ডাকাতির শিকার হওয়ার ঘটনা প্রথম সামনে আনেন। ফরাসি ওয়েবসাইট বিএফএমটিভি’র বরাতে এই তথ্য জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
- ট্যাগ:
- খেলা
- তারকা
- ডাকাতি
- আর্জেন্টাইন