ছাত্রদের আন্দোলনের পক্ষে জাতীয় পার্টি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪, ২০:৩৩
কোটা সংস্কার আন্দোলনে নিজেদের সমর্থন ব্যক্ত করেছেন জাতীয় পার্টি। বৃহস্পতিবার পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ সমর্থন জানান।
কাজী ফিরোজ রশিদ বলেন, ছাত্রদের দাবি যৌক্তিক এবং আমরা তা সমর্থন করি। কারণ ছাত্ররা কোটার সম্পূর্ণ বাতিল চায়নি। তারা সংস্কার চেয়েছে। সরকারি চাকরির ৫৬ শতাংশ কোটার মধ্যে সীমাবদ্ধ থাকবে- এটা আমরাও মানতে পারি না। তাহলে মেধার মূল্যায়ন হয় না। ছাত্ররা চেয়েছে কোটা থাকবে। তবে তা বিশেষ ক্ষেত্রে এবং তার হার ৫ শতাংশের বেশি নয়। এসব বিষয় আলাপ-আলোচনার মাধ্যমেই মীমাংসা করা উচিৎ ছিল।
- ট্যাগ:
- রাজনীতি
- আন্দোলন
- জাতীয় পার্টি