You have reached your daily news limit

Please log in to continue


চাষাঢ়ায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে

নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়া এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে। এতে চাষাঢ়া মোড় থেকে নারায়ণগঞ্জ প্রেসক্লাব পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও ইটপাটকেলের আঘাতে ২০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। বেলা তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে নগরের চাষাঢ়া এলাকায় কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও ইটপাটকেল ছোড়ে। শিক্ষার্থীরাও ইটপাটকেল ছোড়ে। এ সময় দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দোকানপাট বন্ধ হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন