শুধু মুদ্রা সরবরাহ নয়, মুদ্রানীতিতে সংস্কারেও গুরুত্ব দেওয়া হোক
প্রথম আলো
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪, ১৩:৩২
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশে ব্যাংক এবারও সংকোচনমূলক মুদ্রানীতি দেবে বলে ধারণা করা যায়। সুদহার বাড়ানোর সম্ভাবনাও আছে। সরকার বাজেটে মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে এসব করা হবে বলে মনে করা হচ্ছে।
অনেক দিন ধরেই দেশে মূল্যস্ফীতির হার দুই অঙ্কের কাছাকাছি। গত মাসেও খাদ্য মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘর ছাড়িয়ে গেছে। মূল্যস্তর উঠে গেছে। সীমিত ও নিম্ন আয়ের মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছেন। এই বাস্তবতায় সাধারণ খেটে খাওয়া মানুষ বড় ধরনের চাপের মুখে আছেন, প্রভাব পড়ছে তাঁদের জীবনযাত্রার মানেও।
এই বাস্তবতায় আমি মনে করি, এখন সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই মূল লক্ষ্য হওয়া উচিত; সে জন্য প্রবৃদ্ধিতে কিছুটা ছাড় দিতে হলেও সমস্যা নেই, মূল নজর দেওয়া উচিত স্থিতিশীলতা অর্জনে।