You have reached your daily news limit

Please log in to continue


আর্জেন্টিনার জার্সিতে আবার কি তাহলে দেখা যাবে অবসর নেওয়া দি মারিয়াকে

কোপা আমেরিকার ফাইনালে মাঠ ছাড়ার পর অশ্রুসিক্ত আনহেল দি মারিয়ার সেই ছবি এত সহজেই মুছে ফেলা যায়? চলতি সপ্তাহের সোমবার মায়ামির হার্ড রকে তাঁর কান্না ছিল আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলার জন্য। আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা দি মারিয়াকে বিদায়ী সংবর্ধনা আর্জেন্টিনা দেবে বলে জানা গেছে।

রেকর্ড ১৬ বারের কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার আপাতত নেই কোনো আন্তর্জাতিক ব্যস্ততা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়দের পরবর্তী ম্যাচ ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে। ম্যাচটি ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই দি মারিয়াকে আর্জেন্টিনা বিদায়ী সংবর্ধনা দেবে বলে আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের গত রাতে এক প্রতিবেদনে জানা গেছে। এমনকি এই ম্যাচে দি মারিয়াকে খেলানো হতে পারে গুঞ্জন চলছে। রেডিও লা রেডকে দেওয়া স্ত্রী হোর্হেলিনা যে সাক্ষাৎকার দিয়েছেন, তাতে দি মারিয়ার ১১ মিনিট খেলার সম্ভাবনা রয়েছে। হোর্হেলিনা বলেন, ‘এটা খুবই দারুণ এক পদক্ষেপ। তিনি (দি মারিয়া) এবং যারা কোপা আমেরিকায় খেলতে পারেননি, সবার এটা প্রাপ্য। এটা আমি পছন্দ করি এবং আশা করি বাকিরাও করবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন