কোথায় বিনিয়োগ করা যাবে সর্বজনীন পেনশন স্কিমের টাকা?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪, ১৯:৪৬

সর্বজনীন পেনশন স্কিম চালুর প্রায় ১১ মাস পর এ নিয়ে তহবিল ব্যবস্থাপনা বিধিমালা প্রণয়ন করেছে সরকার। এর মধ্যে তহবিল ব্যবস্থাপনা কমিটি, কমিটির কার্যাবলী ও তহবিলের অর্থ বিনিয়োগের বিষয়টি বর্ণনা করা হয়েছে।


১৬ জুলাই অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলরুবা শাহিনা সই করা এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। 


বিধিমালার ৬ ধারায় তহবিলের অর্থ কোথায় কোথায় বিনিয়োগ করা যাবে সে বিষয়ে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়, সরকারি ট্রেজারি বন্ড ও বিলসহ সুকুক এবং পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদিত মিউচুয়াল ফান্ডের মতো সিকিউরিটিজে এই অর্থ বিনিয়োগ করা হবে। এছাড়া ডাবল-এ র‌্যাংকিংয়ে থাকা ব্যাংকগুলোর স্থায়ী আমানতে বিনিয়োগ করা হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও