চালের বাজারে অস্থিরতা, কেজিতে বেড়েছে ৪-৮ টাকা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪, ১২:৩১

বাজারে এসেছে বোরো মৌসুমের ধান-চাল। সরকারও বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ করছে। আমন মৌসুমের চালও রয়েছে বাজারে। উৎপাদন থেকে শুরু করে দেশের কোথাও ধান-চালের সরবরাহে ঘাটতি নেই। এই ভরা মৌসুমেও চট্টগ্রামের পাইকারি বাজারে মানভেদে ৫০ কেজির বস্তায় চালের দাম বেড়েছে দুই থেকে চারশ টাকা পর্যন্ত।


পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, কয়েকটি বড় শিল্পগ্রুপ থেকে শুরু করে মিলার পর্যায়ে ধানের বড় মজুত তৈরি করে সিন্ডিকেট কারসাজির মাধ্যমে চালের দাম বাড়ানো হচ্ছে। আর মিলাররা বলছেন, সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে বন্যার প্রভাবে ধানের দাম বাড়ায় চালের বাজারে প্রভাব পড়েছে। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, সরকারের মন্ত্রীও চালের ব্যবসায় জড়িত। যে কারণে সিন্ডিকেট ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন। বাজারে সরকারি নজরদারিরও ঘাটতি রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও