কোটা আন্দোলন সমাধানে শান্তিপূর্ণ রাস্তা বের করার অনুরোধ মুশফিকের

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪, ১২:১২

কোটা সংস্কার আন্দোলন নিয়ে বেশ কয়েক দিন ধরে উত্তপ্ত সারা দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমেছেন রাজপথে। দেশের নানা প্রান্তের, নানা পেশার মানুষ এই আন্দোলনের পক্ষে সমর্থন জানাচ্ছেন। এবার এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানালেন মুশফিকুর রহিমও। 


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটার পড়ালেখা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কোটা সংস্কার আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও সহিংসতার শিকার হয়েছেন। এ নিয়ে মুশফিক আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই-বোনদের ওপর আর কোনো সহিংসতা দেখতে চাই না।’ 


ছাত্র-ছাত্রীদের ওপর সহিংসতার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মুখে কালো কাপড় পরে প্রতিবাদ জানিয়েছেন। সংকটের মুহূর্তে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য শিক্ষকদের সাহসিকতাকে শ্রদ্ধা জানিয়ে মুশফিক আরও লিখেছেন, ‘আমার শিক্ষকরা যাঁরা অতুলনীয় সাহস দেখিয়ে তাঁদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তাঁদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেওয়া কঠিন কোনো ছাত্রের জন্য যে তাঁর শিক্ষক হেনস্তা হয়েছেন, যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও