বিরক্তিকর স্প্যাম কল থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়
যুগান্তর
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ১৭:০২
মোবাইল ফোন ব্যবহার করেন অথচ স্প্যাম কল রিসিভ করেননি এমন কাউকে সেই অর্থে খুঁজে পাওয়া যাবে না। স্মার্ট ফোন হোক বা সাধারণ ফিচার ফোন, স্প্যার্ম কল (Spam Call)-এর কারণে অনেকেই সমস্যায় পড়েন। কাস্টমার কেয়ার সার্ভিস, জীবনবিমা, ক্রেডিট কার্ড পরিষেবা প্রভৃতি জায়গা থেকে ফোন আসে, যা সাধারণত কাজের থেকে অকাজেরই বেশি হয়।
মূলত বিভিন্ন সংস্থা তাদের পণ্য অথবা সার্ভিস বিক্রি করার জন্য অথবা প্রচার করার জন্য এই ধরনের স্প্যাম কল করে থাকেন। তবে যাই হোক, এই স্প্যাম কল থেকে মুক্তির রাস্তা খোঁজেন সবাই। কীভাবে নিজের ফোন থেকে স্প্যাম কল থেকে মুক্তি পাবেন?
স্প্যাম কল থেকে মুক্তির জন্য একাধিক উপায় রয়েছে। বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ যেমন রয়েছে তেমনই ফোনের বেশ কিছু অপশনের মাধ্যমে স্প্যাম কল বন্ধ করতে পারবেন। এরমধ্যে একটি অপশন হলো কল ফরওয়ার্ড সার্ভিস এবং কল ব্যারিং ফিচার।
- ট্যাগ:
- প্রযুক্তি
- বিরক্তিকর ফোনকল
- মুক্তির উপায়