প্রথম দক্ষিণ মেরু বিজয়ী অ্যামুন্ডসেনের জন্ম

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ১২:৫১

রোয়াল্ড অ্যামুন্ডসেন প্রথম মানুষ হিসেবে দক্ষিণ মেরু জয় করেন। প্রথম ব্যক্তি হিসেবে উত্তর মেরু ও দক্ষিণ মেরু দুটি জয় করার রেকর্ডও তাঁর ঝুলিতে। দুঃসাহসী এই অভিযাত্রীর জন্ম ১৮৭২ সালের এই দিনে, অর্থাৎ ১৬ জুলাই। আজ তাই থাকছে দক্ষিণ মেরু বিজয়সহ অ্যামুন্ডসেনের নানা অর্জনের গল্প।


অ্যামুন্ডসেনের নেতৃত্বে মেরু অভিযাত্রীদের ছোট্ট দলটি দক্ষিণ মেরুতে পৌঁছায় ১৯১১ সালের ১৪ ডিসেম্বর। তবে সেই অভিযান কাহিনি বর্ণনার আগে বরং তাঁর সম্পর্কে আরও দু-চারটি তথ্য জেনে নিই।


নরওয়ের অসলোর কাছে ১৮৭২ সালের ১৬ জুলাই জন্ম অ্যামুন্ডসেনের। কিশোর বয়সে অভিযাত্রী জন ফ্রাঙ্কলিনের বিভিন্ন রোমাঞ্চকর অভিযান সম্পর্কে জেনে তাঁর মনে বাসা বাঁধে অভিযাত্রী হওয়ার স্বপ্ন। বাবা মারা গিয়েছিলেন অ্যামুন্ডসেনের বয়স যখন ১৪ তখন। তাই মা ছিলেন তাঁর সব। আর মা চেয়েছিলেন ছেলে চিকিৎসক হোক। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও