You have reached your daily news limit

Please log in to continue


যেসব গাছ লাগালে ঘরে ঢুকবে না মশা ও পোকামাকড়

চলছে বর্ষাকাল। এসময়ে বাড়ে পোকামাকড়, মশা, সাপ-বিছের উপদ্রব। কিন্তু এমনকিছু গাছ আছে যেগুলো বাড়ির আশপাশে লাগালে সাপ-বিছে বাড়ির ত্রিসীমানায়ও আসবে না, ঘরে ঢুকবে না একটা মশাও।

নিম গাছ : নিম গাছের ধর্মীয় গুরুত্ব ছাড়াও আয়ুর্বেদিক গুরুত্ব যেমন রয়েছে, তেমনি এর সামাজিক গুরুত্ব রয়েছে। নিম গাছ বর্ষাকালে ঘর থেকে পোকামাকড় তাড়াতে সাহায্য করে। এই গাছ শুধু তার ঔষধি গুণের জন্যই পরিচিত নয়, এটি পোকামাকড়, সাপ এবং বিছে জাতীয় বিষাক্ত প্রাণীকে দূরে রাখতে অনেক বেশি কার্যকর। এর তিক্ত গন্ধ এসব প্রাণীকে ঘরে আসতে দেয় না।

তুলসী গাছ : তুলসীও বর্ষাকালে পোকামাকড় দূরে রাখতে বেশ কার্যকরী। এর তীক্ষ্ণ গন্ধ সরীসৃপ জাতীয় প্রাণীদের পছন্দ নয়। তাই এগুলো তুলসী থেকে দূরে থাকে। তাই বাড়িকে পোকামাকড়, সাপ ও বিছে থেকে দূরে রাখতে চাইলে অবশ্যই বাড়িতে তুলসী গাছ লাগাতে হবে। এগুলো বাড়ির চারপাশে বা এমনকি ব্যালকনিতেও লাগানো যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন