পাকিস্তান ম্যাচের পর কী কারণে ক্ষমা চাইছেন হরভজন
ভারত-পাকিস্তান ম্যাচ হবে, অথচ তা নিয়ে কোনো আলোচনা-সমালোচনা থাকবে না, সেটা রীতিমতো অবাস্তব এক ব্যাপার। জাতীয় দলের খেলা হোক বা বয়সভিত্তিক ম্যাচ, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের পরও থেকে যায় রেশ। সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ডসের পাকিস্তান ম্যাচের পর ক্ষমা চাইলেন হরভজন সিং।
পাকিস্তানকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ডসের শিরোপা জেতার পর ভারতীয় ক্রিকেট দল মজার একটি ভিডিও পোস্ট করে ইনস্টাগ্রামে। ভিডিওতে দেখা যায়, হরভজনের সঙ্গে যুবরাজ সিং ও সুরেশ রায়না—ভারতের এই তিন ক্রিকেটার পায়ে হাত দিয়ে খুঁড়ি খুঁড়িয়ে হাঁটছেন এবং ক্যাপশন দিয়েছেন ‘শরীর তো তওবা তওবা’ হয়ে গেল। পাকিস্তানকে নিয়ে মজা করার জন্যই যে এমনটা করা, সেটা আর না বললেও চলছে। মজা করার এই ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হলে তুমুল সমালোচনা শুরু হয়। শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার অভিযোগ আনা হয় হরভজনদের বিরুদ্ধে।
- ট্যাগ:
- খেলা
- বিশ্ব চ্যাম্পিয়নশিপ
- হরভজন সিং